বিকল্প ভেন্যুর প্রস্তাব পেলে বিবেচনা করবে বিএনপি: ফখরুল

০৮ ডিসেম্বর ২০২২

ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের ক্ষেত্রে সরকার বা প্রশাসনের তরফ থেকে বিকল্প কোনো ভেন্যুর প্রস্তাব পেলে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমরা  নয়াপল্টনেই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। তবে সরকারের কাছে বলেছি, বিকল্প কোনো ভেন্যু থাকলে জানাতে। আমাদের কাছে গ্রহণযোগ্য হলে বিবেচনা করব। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। অপ্রীতিকর কিছু ঘটলে এ জন্য সরকারই দায়ী থাকবে।  নয়াপল্টন অফিস থেকে পুলিশ প্রত্যাহার করে সমাবেশের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি এ সময় আহ্বান জানান মির্জা ফখরুল।

এমকে


মন্তব্য
জেলার খবর