সিদ্ধান্ত বদলাল বিএনপি

০৯ ডিসেম্বর ২০২২

অবশেষে ঢাকায় বিভাগীয় গণসমাবেশের স্থানটির বিষয়ে সিদ্ধান্ত বদলিয়েছে বিএনপি। নয়াপল্টনের জায়গা থেকে সরে এসেছে। কমলাপুর স্টেডিয়াম বা মিরপুরের সরকারি বাঙলা কলেজ মাঠ- এর মধ্যে পছন্দের ভিত্তিতে একটিতে গণসমাবেশ করবে তারা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের জায়গা নির্ধারণের বিষয়টি জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তার আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করে বিএনপির একটি দল। বৈঠকে বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। বিপরীতে পুলিশের পক্ষ থেকে মিরপুরের সরকারি বাঙলা কলেজ মাঠের প্রস্তাব করা হয়।

বৈঠক শেষে বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, আজকে রাতেই (বৃহস্পতিবার দিনগত) আমরা দুইটা জায়গা পরিদর্শনে যাবো। যেটি পছন্দ হয়, সেখানেই সমাবেশ করবো।

এ গণসমাবেশের স্থান নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে মত কষাকষি চলছিল ডিএমপি ও বিএনপির মধ্যে। এ নিয়ে দফায় দফায় বৈঠক হলেও ঐক্যমত হয়নি। সরকার এবং পুলিশ বলছিল— খোলা মাঠেই জনসমাবেশ করতে হবে। আর গোঁ ধরে ছিল বিএনপি। শুরু থেকেই তারা বলছিল, নয়াপল্টনে তাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কেই সমাবেশ করবে তারা।

এদিকে গণসমাবেশটি ঘিরে বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে বিকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই হাজারের মতো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। তার আগে দলীয় কার্যালয়ে অভিযান চালায় ও ব্যাপক ধরপাকড় করে ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার ডিএমপির কমিশনারের সাথে ফের বৈঠকে বসে তারা।

বৈঠকে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ওদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল গণসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মির্জা আব্বাসের বাসায় বৈঠকে বসেছেন। এ বৈঠক থেকে স্থান নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর