মন্তব্য
চলতি বছরের মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫৮৯ জন, আহত হয়েছেন ৬৪৭ জন। সব মিলে দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এর অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৯৬ জন শিশু রয়েছে। সোমবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, সড়ক দুর্ঘটনার পাশাপাশি এ সময় পাঁচটি নৌ আর রেলপথে ১১ টি দুর্ঘটনা ঘটেছে। নৌ-দুর্ঘটনায় মারা গেছেন ১৯ জন। রেলপথের দুর্ঘটনায় মারা গেছেন ১৭ জন। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৭টি জাতীয় মহাসড়কে, ১৭৯টি আঞ্চলিক সড়কে, ৬৮টি গ্রামীণ, ৩৯টি শহরে আর বাকি ৫টি অন্যান্য স্থানে ঘটেছে।
এমকে