বিএনপির ঢাকার গণসমাবেশ গোলাপবাগ মাঠে

০৯ ডিসেম্বর ২০২২

নয়াপল্টনে নয়, বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে। শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে  এ সংবাদ সম্মেলন হয়।

বিএনপি প্রথম ঘোষণায় জানিয়েছিল, আগামী  ১০ ডিসেম্বর নয়াপল্টনে ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করবে তারা। তবে দিন ঠিক রাখলেও ভেন্যু থেকে সরে দাঁড়াতে হলো বিএনপিকে। কারণ সমাবেশের অনুমতি চাওয়ার পর থেকেই ডিএমপি জানায়, পল্টনে গণসমাবেশ করতে দেবে না তারা। সমাবেশ করতে হলে উন্মুক্ত মাঠে করতে হবে। পরে এ নিয়ে দফায় দফায় বৈঠক হলেও পুলিশ ‍ও বিএনপি ঐক্যমতে পৌছাতে পারেনি। গত বুধবার বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সিদ্ধান্ত পরিবর্তনের দিকে মোড় নেয় বিএনপির।

সংবাদ সম্মেলেনে জানানো হয়,  সকাল ১১টায় এ সমাবেশ শুরু হবে। অন্য ৯টি সমাবেশের মতো কালকের সমাবেশও শান্তিপূর্ণ হবে। সমাবেশ সফল করতে ঢাকাবাসী এবং বিএনপির নেতাকর্মী সমর্থকদের আহবান জানান বিএনপির এ নেতা। খন্দকার মোশারফ জানান, নয়াপল্টনে গণসমাবেশের অনুমোদন না পাওয়ায় বিকল্প ভেন্যু হিসেবে কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম। স্টেডিয়াম পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছিল, সেখানে সমাবেশ করার অনুকুল পরিবেশ নেই। পরবর্তীতে গোপালবাগ মাঠ চাওয়া হলে পুলিশের অনুমোদন পাওয়া গেছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর