দুর্নীতি একটা সামাজিক ব্যাধি উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারমান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন- এ ব্যাধি রাতারাতি দূর করা সম্ভব নয়, ক্রমান্বয়ে দূর হবে। দুর্নীতি থেকে উন্নতি করতে হলে সরকারি দফতর থেকে প্রতিটি জনগণকে সচেতন হতে হবে। দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে এ কথা বলেন।
দুদক চেয়ারমান বলেন, দুদক দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর। আর সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে দুদক। তিনি জানান, দুর্নীতিতে এক সময় বাংলাদেশ চ্যাম্পিয়ন থাকলেও এখন সেই আগের অবস্থানে নেই। একটা সুন্দর সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ার প্রধান প্রতিবন্ধকতাই দুর্নীতি। তাই দুর্নীতিবাজদের চিহ্নিত করতে এ সময় সবার প্রতি আহবান জানান দুদক প্রধান। বলেন, তাদের সামাজিকভাবে বয়কট করুন। দেখবেন, দুর্নীতি বন্ধ হয়ে গেছে।
এমকে