সরকারের ৯৪ বস্তা গম, আলু ও ধানের বীজ জব্দ, ব্যবসায়ী আটক

০৯ ডিসেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় সরকারের ৯৪ বস্তা গম, আলু ও ধানের বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের নতুন বাজারে তার মালিকাধীন প্রতিষ্ঠান মানিক ট্রেডার্স থেকে তাকে আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান,  ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধান বীজ বিএডিসির। অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেছে। জব্দকৃত মালামালসহ মানিককে শুক্রবার সকালে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর