রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, দুর্নীতিবাজ ও ঘুষখোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অসম্মানের চোখে দেখতে হবে ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতিকে। শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় দেশবাসী সবার প্রতি এ আহবান জানান। রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়।
রাষ্ট্রপতি আরো বলেন, দুর্নীতি দূর করতে হলে ধনী, দারিদ্রসহ সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সরকার বা দুদক (দুর্নীতি দমন কমিশন) সমাজ থেকে দুর্নীতি দূর করে দেবে- এ আশায় আমরা বসে বসে দেখব, বাস্তবে এটা কখনো সম্ভব নয়।
টাকাই যেন এখন সামাজিক মর্যাদার মাপকাঠি উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, এখন সবখানেই যেন টাকাওয়ালাদের জয়জয়কার। টাকাটা সৎ পথে না অবৈধপথে এলো, এটা নিয়ে কারও মাথা ব্যথা নেই। কালের বির্বতনে সে মূল্যবোধ এখন হারিয়ে যেতে বসেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।
দুর্নীতি রোধে দুদকে আরও সাহসী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি আর উন্নয়ন একসঙ্গে চলতে পারে না। তাই ছোট-বড়, ধনী-দারিদ্র নির্বিশেষে সবার বেলায় একই পদক্ষেপ নিতে হবে। দুদক কর্মকর্তাদের ক্ষমতার সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ক্ষমতার অপপ্রয়োগকে কঠোরভাবে দমন করতে হবে। সরষের মধ্যে ভূত থাকলে জনগণ দুদকের প্রতি আস্থা হারাবে। দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, এ ধারণা প্রতিষ্ঠিত করতে হবে বলেও জানান আব্দুল হামিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ প্রমুখ।
এমকে