প্রথম রোজার দিনই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। গ্যাস না থাকার কারণে এদিনে ইফতার তৈরি করতে পারেনি মুসলমানরা। আর দেশে গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার কারণে মানুষ হাহাকার করছে, জনগণ কষ্টে আছে। তার ভ্রূক্ষেপ করে না সরকার। সোমবার (৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ আধাবেলা খাচ্ছে না; না খেয়ে থাকতে হচ্ছে। এর কোনো খোঁজ রাখে না সরকার। তারা (সরকার) উৎসবে মেতে উঠেছে। বাইরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে