বন্ধুর রসিকতায় সাইকেলের চেনকে পোশাক বানালেন উরফি

১০ ডিসেম্বর ২০২২

পেষাক নিয়ে সবসময় সমালোচনার শীর্ষে থাকতে চান ভারতীয় অভিনেত্র ও মডেল উরফি জাভেদ। ক্যাসেটের ফিতাসহ নানা উদ্ভট জিনিসকে পোষাক হিসেবে ব্যবহার করে নেট দুনিয়ায় অসংখ্য বার সমারোচিত হয়েছেন। এবার সাইকেলের চেনি দিয়ে যদি পোশাক বানিয়ে আলোচনায় এলেন এ নায়িকা। বন্ধুর দেওয়া চ্যালেঞ্জকে নিজের উদ্ভাবনী ক্ষমতা ঝালিয়ে নিলেন ‘ফ্যাশনিস্তা’।

 

শুক্রবার  ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন উরফি। সেখানে তাকে চেনের পোষাক পরে থাকতে দেখা যায়। শুরুতে কালচে-সবুজ শর্টস আর টপে লাল রঙের একটি সাইকেল চালাচ্ছিলেন। এর পরই নতুন ফন্দির প্রকাশ্যে আনেন। সাইকেলের চেন দিয়েই বানিয়ে ফেললেন পোশাক। শরীর ঢেকে ফেললেন টপ আর স্কার্টের ধরনে। ভালো করে খতিয়ে না দেখলে বোঝার উপায়ই নেই যে, উরফির নতুন পোশাক আসলে সাইকেলের চেন দিয়েই তৈরি!

 

ভিডিওটি পোস্ট করে উরফি লিখেছেন, “সাইকেলের চেন! আমিও ভাবিইনি এ দিয়ে পোশাক বানাবো! আমার মাথা থেকেও আসেনি। এক বন্ধু স্রেফ মজা করে বলেছিল, ‘আরে এ তো সাইকেলের চেন দিয়েও জামা বানিয়ে দেয়!’ আমি তখন মনে করলাম... দাঁড়াও! বানাইনি বটে, কিন্তু বানাতে তো পারি!”


মন্তব্য
জেলার খবর