বিকিনিতে আলোচিত শ্রীদেবী-কন্যা

১০ ডিসেম্বর ২০২২

সপ্তাহের শুরুতে ছুটি কাটাতে মলদ্বীপ গেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। নীলচে-সবুজ সমুদ্রের মাঝে নিয়ন রঙের বিকিনি পরা ছবি শেয়ার করে আলোচনার জন্ম দিয়েছেন। সেতু-সংলগ্ন এক আসনে বসে ছবিটি সামাজিক মাধ্যমে দেন শুক্রবার। খোলা পিট রোঁদের দিকে দিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুললেন তিন।

 

একগুচ্ছ ছবিতে পোস্ট করে জাহ্নবী লিখেছেন, “এলোমেলো চুল, আকাশে রঙের ছটা, অসীম সমুদ্র আর লোনা বাতাস।”

 

নির্জন দ্বীপে গাছগাছালির ফাঁকে কাদামাটির পথ। সেখানে পায়ে হেঁটে ছোটখাটো অভিযানও সেরে ফেলেছেন ইতোমধ্যে। বৃহস্পতিবারও রঙিন সমুদ্রপোশাকে ছবি ভাগ করে এ অভিনেত্রী লিখেছিলেন, “শেষ ২৪ ঘণ্টা দারুণ মজা হয়েছে।”

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা


মন্তব্য
জেলার খবর