সম্প্রতি বাবা হয়েছেন বলিউড সুপার স্টার রণবীর কপূর। বাবা হওয়ার পর সন্তানকে কোলে নিয়ে কেঁদে ফেলন রণবীর কাপুর। বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে রণবীর বলেছেন, “ভাবছি, ভুল করে ফেললাম। আমার যখন ৬০ বছর বয়স হবে, আমার সন্তানদের বয়স ২০ বা ২১! এটা কি ঠিক হলো? ওদের সঙ্গে ফুটবল খেলতে পারব তো আমি? দৌঁড়তে পারব ওদের সঙ্গে?”
স্ত্রী আলিয়া ভাটের সাথে সন্তানকে বড় করার দায়িত্বের কথাও বলেন রণবীর। তার কথায়, “আমি খুব বেশি কাজ করি না। বছরে ১৮০ থেকে ২০০ দিন বড় জোর। আমার থেকে আলিয়া অনেক বেশি ব্যস্ত। ওর অনেক কাজ। আমরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেব। ও যখন কাজ করবে আমি বিরতি নেব, আর আমি যখন কাজ করব ও হয়তো সামলে দেবে।”
‘শমশেরা’ থেকেও অনেক শিক্ষা নিয়েছেন বলে জানান রণবীর। নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানান, পরিচালনায় আসবেন খুব শীঘ্রই। নিজের ছবিতেই অভিনয় করবেন এরপর, এমনটিই ইচ্ছে এ অভিনেতার।