এ দেশে যারাই মানবাধিকার লঙ্ঘন করবে, তাদেরই আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আরও বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যেখানেই মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠছে, সেখানেই সরকার তড়িৎ ব্যবস্থা নিচ্ছে। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকার রেডিসন হোটেলে মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ সব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
দেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার ক্ষেত্রে সরকারের অনেক বড় বড় অর্জন রয়েছে। তা সত্ত্বেও কেবল রাজনৈতিক উদ্দেশ্যে কেউ কেউ এ দেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিত্রিত করার হীন চেষ্টা করছেন। -যোগ করেন আইনমন্ত্রী।
মানবাধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরতে মন্ত্রী আনিসুল হক জানান, জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে। এর অধীনে শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশনও প্রতিষ্ঠা করা হয়েছে । বর্তমানে এ কমিশনের এখতিয়ার ও কাজের পরিধি ব্যাপক বৃদ্ধি পেয়েছে, কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে। এখন নারী, শিশু, দলিত, হিজড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, মেহনতী মানুষ ও প্রবাসী শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অধিকার সুরক্ষায় সফলভাবে কাজ করে যাচ্ছে। ফলে স্বল্প সময়ে এ কমিশন এশিয়া প্যাসিফিক ফোরামের সদস্য পদ লাভ করেছে।
মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় জবাবদিহিতার অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন কমিটিতে নিয়মিত রাষ্ট্রীয় প্রতিবেদন এবং জাতীয় মানবাধিকার কমিশনের ছায়া প্রতিবেদন পাঠাচ্ছে সরকার, জানান আইনমন্ত্রী।
এমকে