প্রথমবারের মতো সেমিতে মরক্কো

১১ ডিসেম্বর ২০২২

শক্তিশালী পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠল আফ্রিকান দেশটি। দেশটি এর আগে কোয়ার্টার ফাইনালও খেলেনি দলটি।

 

ম্যাচের ৪২ তম ক্রিস্টিয়ানো রোনালদোর দলের বিরুদ্ধে প্রথম গোলের দেখা পায় মরক্কো। সাজানো একটি দলগত আক্রমণ থেকে গোল করে মরক্কোকে এগিয়ে নেন এন-নেসারি। বাম প্রান্ত থেকে ইয়াহিয়া আত্তিয়াতের ক্রস খুজে নেয় নেসারির মাথা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মরক্কান সেন্টার ফরোয়ার্ড। এরপর বিরতিতে যায় দুই দল।

 

বিরতির পর গোল শোধ করার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে রোনালদোরা। কিন্তু দুর্দান্ত খেলা পর্তুগাল ম্যাচের শেষ অবদি কোনো গোলের দেখা পায়নি। ৭৪ শতাংশ বল দখলে রাখে পর্তুগাল, করে ১২টি আক্রমণ। একদম শেষাংশে পেপের হেড বারপোস্ট ঘেঁষে চলে যায়, সঙ্গে পর্তুগালের জয়ও বোধ হয় বেরিয়ে যায় বার ঘেঁষে।

 

আল থুমামা স্টেডিয়ামে রূপকথার জন্ম সেমিফাইনালে উঠল মরক্কো, যা কেউ কখনও ভাবেনি। অন্যদিকে হতাশায় চোখের জলে মাঠ ছাড়লেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।


মন্তব্য
জেলার খবর