সিরিজ জিতলেও শেষ ম্যাচে লজ্জার হার বাংলাদেশের

১১ ডিসেম্বর ২০২২

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২২৭ রানের বিশাল ব্যবধানে হরিয়েছে ভারত। এর আগ দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। ফলে এ ম্যাচে জয় পেয়ে কেবল ব্যবধান কমালো ভারত। প্রথমে ব্যাট করে ৪০৯ রানের বড় স্কোর গড়ে বিরাটরা। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনংস থামে ১৮২ রানে।  

 

প্রথমে ব্যঅট করতে নামা ভারতের ওপেনিং জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। দলীয় মাত্র ১৫ রানের মাথায় শিখর ধাওয়ান সাজঘরের পথ দেখান তিনি। কিন্তু এরপর বিরাট কোহলি ও ঈষাণ কিশানের জুটিতে ১ উইকেটে ৩০৫ রান করে ভারত। ৯১ বলে ১১৩ রান করে আউট হন বিরাট। সাকিব আল হাসানের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

 

বিরাট আউট হলেও অপর প্রান্তে ঝড়ো ব্যাট করছিলেন ঈশান কিশাণ। ওয়ানডে ইতিহাস সবচেয়ে দ্রুততম  সময়ে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। ১৩১ বলে ২১০ রান করে আউট হন এ ব্যাটসম্যান। ২৪টি চার ও ১০টি ছয়ের মারে গড়া ইনিংস থামে তাসকিন আহমেদের বলে লিটন দাসের তালুবন্দি হয়ে।

 

এরপর নিয়মিত উইকেট হারায় ভারত। তবে সর্বনাশ যা হওয়ার আগেই হয়ে গেছে। ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানে তোলে ভারত। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১০ রান।

 

লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করছিল বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এমন শুরু। দলীয় ৩৩ রানের মাথায় টাইগার ব্যাটিং শিবিরে ভাঙন ধরায় ভারতীয় বোলাররা। ৮ রানে বিদায় হন এনামুল হক বিজয়। তার আউটেরর পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

 

বাংলাদেশের পক্ষে সাকিব করেন সর্বোচ্চ ৪৩ রান। লিটনের সংগ্রহ ২৯। প্রতিরোধ গড়তে পারেনি কেউই। ম্যাচ যে আগেই হাতছাড়া হয়ে গেল। ফলে ৩৪ ওভারে মাত্র ১৮২ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব, তাসকিন ও ইবাদত। ভারতের পক্ষে তিন উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। দুটি উইকেট ঝুলিতে পুরেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

ভারত : ৫০ ওভারে ৪০৯/৮ (শিখর ৩, কিশান ২১০, কোহলি ১১৩, শ্রেয়াস ৩, রাহুল ৮, সুন্দর ৩৭, অক্ষর ২০, শার্দুল ৩, কুলদীপ ৩; তাসকিন ৯-১-৮৯-২, মুস্তাফিজ ১০-০-৬৬-১, মিরাজ ১০-০-৭৬-১, ইবাদত ৯-০-৮০-২, সাকিব ১০-০-৬৮-২, আফিফ ১-০-১৪-০, মাহমুদউল্লাহ ১-০-১১-০)।

 

বাংলাদেশ : ৩৪ ওভারে ১৮২ (এননামুল ৮, লিটন ২৯, সাকিব ৪৩, মুশফিক ৭, ইয়াসির ২৫, মাহমুদউল্লাহ ২০, আফিফ ৮, মিরাজ ৩, তাসকিন ১৭, মুস্তাফিজ ১৩; সিরাজ ৫-০-২৭-১, শার্দুল ৫-০-৩০-৩, অক্ষর ৫-০-২২-২, উমরান ৮-৯-৪৩-২, কুলদীপ ১০-১-৫৩-১, সুন্দর ১-০-২-১)।

 

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় বাংলাদেশের।


মন্তব্য
জেলার খবর