বাড়তি মজুতের দায়ে তেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

০৪ এপ্রিল ২০২২

বাগরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল একসঙ্গে (অবৈধভাবে) মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এ তেল সরকার নির্ধারিত দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে ৷ সোমবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এটারপ্রাইজের মালিক মাকবুল হাসানকে এ অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে৷ তারই ধারাবাহিকতায় অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় ৷ দণ্ডিত ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির জন্য এ তেল মুজত করছিল৷

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর