যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে অন্তত ১০টি রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করা হয়েছে। দেশটির লিগ্যাল টিম এ নথিগুলো উদ্ধার করে। গত বছরের নভেম্বরে ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টারের একটি তালাবন্ধ আলমারি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাইডেনের আইনজীবী। খবর আল-জাজিরার।
নথিগুলো কতটা গুরুত্বপূর্ণ তা খতিয়ে দেখছে দেশটির যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ইতোমধ্যে এগুলো জাতীয় আর্কাইভসে হস্তান্তর করা হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাসা থেকে ৩০০টি গোপন নথি উদ্ধার করে লিগ্যাল টিম। তার প্রেসিডেন্টের মেয়াদে শেষ হওয়ার পরও রাষ্ট্রের এসব নথি ফ্লোরিডায় তার ব্যক্তিগত বাসভবন মার-এ-লোগোতে লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ আনা হয়। এ নিয়ে তদন্ত এখনু চলমান রয়েছে।
পেন বাইডেন সেন্টারে পাওয়া গোপন নথিগুলো নিয়ে তদন্ত করছে এফবিআই ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড। তদন্তের সাথে যুক্ত একজন কর্মকর্তা বলেছেন, যে নথিগুলো পাওয়া গেছে, তা যুক্তরাষ্ট্রের পরমাণু নিরাপত্তার সাথে যুক্ত নয়। অন্য একটি বক্সের ফোল্ডারে যে নথি পাওয়া গেছে, তা কোনো রাষ্ট্রীয় গোপনীয় তথ্যই নয়।
প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ উপদেষ্টা রিচার্ড সোবার বলেন, এ নথি তখনই পাওয়া গেল, যখন দেশটির মধ্যবর্তী নির্বাচনের পূর্বে বাইডেনের আইনি সহযোগীরা তার প্রাক্তন অফিস পরিষ্কার করছিলেন।
আল-জাজিরা/আরআই