মহামারি করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে যায় পুরো বিশ্ব। করোনা সংক্রমণ কমাতে নিয়ম-নীতি বেধে দেওয়া হয় পবিত্র হজ পালনেও। এবার সেসব নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ২০২৩ সালের হজ স্বাভাবিক নিয়মে হবে। সৌদির হজ ও উমরাহ মন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহ সোমবার এ খবর জানিয়েছেন। খবর আল জাজিরার।
আল রাবিয়াহ বলেছেন, ‘আমি আপনাদেরকে দুটো ভালো খবর দিতে চাই। প্রথমটি হলো- এবার করোনা পূর্ববর্তী সময়ের মতোই স্বাভাবিক সংখ্যক মানুষ হজে অংশ নিতে পারবেন এবং কোনো বয়সের সীমা থাকছে না। ‘আর দ্বিতীয়টি হলো- চাহিদা বা শর্ত পূরণ করলে বিশ্বের সব দেশের সরকার অনুমোদিত হজ মিশনকেই এবার সুযোগ দেওয়া হবে।’
করোনা সংক্রমণের আগে ২০১৯ সালের হজ্জে প্রায় ২৫ লাখ মানুষ অংশগ্রহণ করেছিল। কিন্তু করোনার প্রকোপে সেই সংখ্যা নেমে আসে হাজারের কোটায়। ২০২২ সালে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। সেবার হজে অংশ নেন ৯ লাখ মানুষ। এবার সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো।
আল-জাজিরা/আরআই