সিলেটের হ্যাটট্রিক জয়

১০ জানুয়ারী ২০২৩

ফের তাওহিদ হৃদয়ের ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি। টানা তিনিট অর্ধশতক করলেন। হ্যাট্রিক জয় পেল সিলেট। কুমিল্লার দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি সিলেটের। ১৫ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় সিলেট।

 

দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে ম্যাচসেরা হন তৌহিদ হৃদয়। তার ৩৭ বলে এ রান করেন তিনি। তার মারকুটে ইনিংসে ছিলো ৪টি ছক্কার সঙ্গে ৩টি চারের মার। এছাড়া শান্ত ১৯ বলে ২০ ও মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে। কুমিল্লার মোহাম্মদ নবি ও খুশদিল শাহ ২টি করে উইকেট লাভ করেন।

 

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস ভাগ্য পক্ষে ছিল না কুমিল্লার। টস হেরে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৯ রান করে। এ রান করতে ৬ উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৫৭ রান করেন জাকের আলী। এছাড়া ডেয়িড মালান ৩৭ ও সৈকত আলী ২০ রান করেন। সিলেটের পেরেরা-আমির ২টি করে এবং মাশরাফি-ওয়াসিম ১টি করে উইকেট নেন।


মন্তব্য
জেলার খবর