যুক্তরাষ্ট্রে বন্যায় ১২ জনের প্রাণহানী

১০ জানুয়ারী ২০২৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্যার কারণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ। টানা ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে এ বন্যা সংঘটিত হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম গণমাধ্যমকে এ তথ্য  জানিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর  জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। সেই সাথে রাস্তায় থাকা বাস-ট্রাক বাতাসের তোড়ে উড়ে গেছে। অপরদিকে প্রবল বৃষ্টির কারণে অসংখ্য সড়ক পানির নিচে তলিয়ে গেছে।


মন্তব্য