ভাঙ্গায় ছেলের অস্ত্রাঘাতে বাবার মৃত্যু

১১ ডিসেম্বর ২০২২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নিজের ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৪৫) নামের এক লোকা মারা গেছেন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে পৌরসভার ছিলাধরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। প্রতিবেশীরা জানান, কিবরিয়া মাঝেমধ্যেই নেশা করে

তার স্ত্রীকে মারধর করে। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কলহ চলছিল। হাসপাতালে আসা নিহতের বোন রাবেয়া বেগম জানান, তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে তিনি কিছু জানেন না। নিহতের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম জানান, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মাহমুদুর রহমান (তুরান)/এমকে

 


মন্তব্য
জেলার খবর