সূচক ও লেনদেনের বড় পতন

০৫ এপ্রিল ২০২২

সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। বড় ধরণের পতন দেখা গেছে সূচকের। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনও কমেছে। সোমবারের লেনদেনে এমন চিত্র দেখা গেছে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসইর সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ছয় হাজার ৭১৮ দশমিক ৯১ পয়েন্টে, ডিএসইএস ৮ দশমিক ৮৮ পয়েন্ট কমে এক হাজার ৪৬২ দশমিক ০৪ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১৯ দশমিক ২৫ পয়েন্ট কমে দুই হাজার ৪৬৮ দশমিক ৭১ পয়েন্টে স্থির হয়। এদিনে ৩৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ২৯৬টির  এবং বাকি ৩৯টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের অঙ্ক ছিল ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ২১৫ কোটি ৯৫ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭৪ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮১৮ দশমিক ৫৮ পয়েন্টে ও সিএএসপিআই ১২৪ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৭০০ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেনে অংশ নেওয়া ২৮২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৯৭টির এবং ৩৭টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ১৮ কোটি ৮৭ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর