আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে: স্বস্তিকা

১২ ডিসেম্বর ২০২২

ফুটবল বিশ্বকাপের উৎসবে মেতেছে পুরো বিশ্ব। এ ক্ষেত্রে বেশ এগিয়ে আছেন তারকারা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা স্বস্তিকা মুখার্জি। তিনিও যোগ দিয়েছেন এ উৎসবে। জানালেন নিরে পছন্দের দলের কথা।

 

স্বস্তিকার পছন্দের দল আর্জেন্টিনা। পছন্দের দল আর্জেন্টিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেমি ফাইনালে তার দল জয় লাভ করবে এমনটাই তার প্রত্যাশা। কিন্তু পরের ম্যাচটি দেখতে পারবেন না স্বস্তিকা।

 

তিনি বলেন, ‘পরের ম্যাচটা দেখতে পারব না। তবে আপনাদের আর ঈশ্বরকে বলে গেলাম, যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা। জিততেই হবে। দুটো শোক বাঙালি নিতে পারে না। বাবা বেঁচে থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেত; পিঠের চামড়াটাও যেত। কারণ আমার দোষেই যা হওয়ার হয়েছে। সুতরাং বাঙালির ভালোবাসা, আমাদের সবার বাবারা এবং আর্জেন্টিনা নিশ্চিত করো, যাতে আমরা জিততে পারি।’


মন্তব্য
জেলার খবর