বিরহের রেশ বেশিদিন বয়ে বেড়াতে চান না দিশা পটানি। টাইগার শ্রফের সাথে বিচ্ছেদের পর বেছে নিয়েছেন নতুন সঙ্গী। এ বছর টাইগারকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজি ছিলেন টাইগার। বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম।
বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে টাইগারকে। দিশা ছিলেন নিঃসঙ্গ, বিমর্ষ। সব ছবিতেই মনমরা দেখিয়েছে তাকে এর মধ্যে। কিন্তু আর নয়। মনের মানুষ পেলেন তিনিও।
কার প্রেমে মজলেন ‘বাগী ২’ অভিনেত্রী? তার নাম আলেকজান্ডার অ্যালেক্স। তার সঙ্গেই দিশাকে হাসিমুখে দেখা গিয়েছে বলে খুশি অনুরাগীরাও। বলিপাড়ায় গুঞ্জন, সম্পর্কে জড়িয়েছেন তারা।
এ নিয়ে আলেকজান্ডার বলেন, “আমি এটা বুঝি না, লোকে এত ভেবে নেয় কেন সব কিছু? এত চিন্তার দরকার কী অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।”