মন্তব্য
সিঁথিভর্তি চওড়া সিঁদুর। গলায় সোনার হার। পরনে লাল শাড়ি। ঘোমটা দিয়ে সে যেন ঠিক নতুন বৌ। শনিবার মধ্যরাতে এমনই এক লাজুক মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন হিয়া দে। ছোট্ট হিয়াকে এমন রূপে দেখে রীতিমতো হতবাক দর্শক।
ঘোমটা দেওয়া বৌবেশে হিয়াকে দেখে নানা জনের নানা ধরনের মন্তব্য। কেউ লিখেছেন, “আমার বৌটাকে দারুণ লাগছে।” আবার অন্য জনের মন্তব্য, “পটলের বিয়ে হয়ে গেল।”
বেশ অনেক দিন ছোট পর্দা থেকে দূরে হিয়া। আপাতত শুধুই ইনস্টাগ্রামেই মাঝেমাঝে দেখা যায় হিয়াকে। সবে সপ্তম শ্রেণি পেরিয়েছে সে। এর মধ্যেই বিয়ে। এ বিষয়ে হিয়া জানায়, “এ ছবিটা আমার দু’বছর আগের। আমায় এমন সিঁদুর পরে দেখলেই লোকজন নানা মন্তব্য করেন। যারা যা ভাবছেন ভাবুন। আমি কোনো মন্তব্যের উত্তর দিই না, পড়িও না।”