আলো ছড়ালেন জাহ্নবী

১২ ডিসেম্বর ২০২২

চাঁদনি রাতে সাদা পোশাকে লাস্যময়ী জাহ্নবী কপূর। কানে আশমানি দুল। চুলে তরঙ্গ। বসে আছেন ঝুলবারান্দায়, পিছনে সমুদ্র। দূরে আলোর বিন্দু এসে জমা হয়েছে। চাঁদের আলে ঠিকর পড়েছে তার খোলা পিঠের ওপর।

 

শনিবার রাতে এমন একটি ছবি পোস্ট করেন জাহ্নবী নিজেই। ছবির নীচে লেখা, “ফিকে হয়ে আসা চাঁদের আলোয় আমার সঙ্গে দেখা করো।”

 

সপ্তাহের শুরুতে ছুটি কাটাতে মলদ্বীপ গেছেন শ্রীদেবী-কন্যা। উপভোগ করছেন মধুর সফর। বৃহস্পতিবার থেকে তার রংবেরঙের অনেক ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সব ক’টিই সমুদ্রযাপনের। একাই রয়েছেন জাহ্নবী সব ফ্রেমে। সেই দেখে প্রাথমিক অনুমান ছিল, একাই গেছেন অভিনেত্রী। কিন্তু চিত্রগ্রাহক যে সঙ্গেই রয়েছেন সে তো আর বলে দিতে হয় না।

 

সূত্র: আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর