রফতানি আয় বেড়েছে

০৫ এপ্রিল ২০২২

গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে দেশের রফতানি আয় বেড়েছে ৩৩ দশমিক ৪১ শতাংশ বেশি। শুধু তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেও আগের বছরের মার্চের তুলনায় গত মার্চে ৫৪ দশমিক ৮২ শতাংশ বেশি রফতানি আয় হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে তিন হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ তিন লাখ ৩২ হাজার ৭৮০ কোটির বেশি। গত মার্চ মাসে ৪৭৬ কোটি ২২ লাখ ডলার আয় হয়েছে এ খাতে। রফতানি বেড়েছে তৈরি পোশাক বিশেষত নিটওয়্যার পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও প্লাস্টিক পণ্যের। এ কারণেই সার্বিকভাবে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্য রফতানি কমেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৩৫০ কোটি ডলার। গতঅর্থবছর এ খাতে তিন হাজার ৮৭৬ কোটি ডলার আয় হয় দেশের।

এমকে


মন্তব্য
জেলার খবর