পঞ্চগড়ে সিপিবির বিক্ষোভ মিছিল 

১২ ডিসেম্বর ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

দেশে দ্রব্যমূল্য কমানো, ভোট ও ভাতের অধিকারের দাবিতে পঞ্চগড়ে কমিউনিস্ট পার্টি  ( সিপিবি) বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  সোমবার (১২ ডিসেম্বর) জেলা শহরের ধাক্কামারা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ হয়।

সমাবেশে সিপিবি পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, সাধারণ সম্পাদক মো.আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, লিহাজ উদ্দিন মানিকসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

 

মো.সম্রাট হোসাইন/এমকে 

 


মন্তব্য
জেলার খবর