ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন

১২ ডিসেম্বর ২০২২

চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহের  মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুবিধামতো সময়ে উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

এমডি এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেল উদ্বোধনের দিন নির্ধারণের বিষয়ে এখনও সরকারের অনুমতি পাওয়া যায়নি। আশা করা হচ্ছে- যে কোনও দিন তারিখ ঘোষণা আসতে পারে। দিনক্ষণ চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এমডি জানান, এ মাসেই উদ্বোধনের বিষয়টি সামনে রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃতীয় সপ্তাহের মধ্যই উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল।  ১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দু’টি যে কোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে।  যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সব সময় ব্যাকআপ রাখতে হয়। আন্তর্জাতিক চর্চায় উদ্বোধনের পর প্রথমদিন থেকেই মেট্রোরেলে পরিপূর্ণভাবে যাত্রী পরিবহন করা হয় না বলেও জানান তিনি।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর