ব্যাংক ঋণ পরিশোধের সময় বাড়ানোর দাবি

১২ ডিসেম্বর ২০২২

করোনাকালে ব্যাংক ঋণ পরিশোধে দেওয়া বিশেষ সুবিধা আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো দাবি জানানো হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন এফবিসিসিআই’র  বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন সাংবাদিকদের বিষয়টি জানান।

এফবিসিসিআই’র সভাপতি বলেন,  করোনার সময় বাংলাদেশ ব্যাংক ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা দিয়েছিলো, তার মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হবে। কিন্তু করোনার ক্ষতি খাটিয়ে উঠলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক কার্যক্রম এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনো অনেক খারাপ পরিস্থিতিতে রয়েছে ব্যবসায়ীরা। তাই ঋণের কিস্তি পরিশোধে বিশেষ সুবিধার মেয়াদ সংগঠনের পক্ষ থেকে আগামী জুন পর্যন্ত  বাড়ানোর কথা বলা হয়েছে। ঋণ শ্রেণীকরণ সুবিধার মেয়াদ বৃদ্ধি করা না হলে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান অনিচ্ছাকৃত খেলাপিতে পরিণত হবে বলেও মন্তব্য করেন  ব্যবসায়ীদের এ নেতা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর