গ্যাসলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

১২ ডিসেম্বর ২০২২

যাতে দ্রুত গ্যাস এবং জ্বালানি সরবরাহ করা যায়, সে জন্য দেশের সর্বত্র গ্যাসের পাইপলাইনগুলো সংস্কার বা পুননির্মাণের চলমান কাজ আরও দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার (১২ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে সিস্টেম লসসহ অন্যান্য লস কমবে গ্যাসের। যেমন ক্যারিং কস্ট, হ্যাজার্ড—এগুলো কমে আসবে। অ্যাফেক্টিভিটি বাড়বে।

 

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর