পদত্যাগ করার কারণে বিএনপি দলীয় এমপিদের (সংসদ সদস্য) শূন্য হওয়া আসনে উপনির্বাচন দেওয়া হবে। এ জন্য তফসিল তাড়াতাড়ি ঘোষণা করা হবে। সোমবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
কমিশনার মো. আলমগীর বলেন, এ সব আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে। প্রসিডিউর অনুযায়ী পরবর্তী বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে- কবে নির্বাচন হবে। তিনি জানান, বৃহস্পতিবার হয়তো অনানুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি। নির্বাচনের জন্য সর্বনিম্ন সময় যেটা দিতে হয়, সেটা দেওয়া হবে। কারণ, নোমিনেশন জমা দেওয়া, বাছাই, প্রত্যাহার ও প্রচারণার সময় থাকে। এ জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় দিতে হয়। এ সময়টা দিয়ে তারিখ ঘোষণা হবে।
কমিশনার মো. আলমগীর আরও বলেন, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম থাকলেও ৯০ দিন অপেক্ষা করবো না। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় এক বছরের একটু বেশি থাকায় ওই হিসেবে ৯০ দিনের আগেই দিয়ে দেওয়া হবে এ সব আসনের উপনির্বাচন। তফসিল খুব তাড়াতাড়িই দেওয়া হবে।
এমকে