শ্রীলঙ্কায় নতুন চার মন্ত্রীর শপথ গ্রহণ

০৫ এপ্রিল ২০২২

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। সেই সংকট থেকে দ্বীপরাষ্ট্রে জন্ম নিয়েছে রাজনৈতিক সংকটও। এর জেরে রবিবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপকসের কাছে একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন ২৬ মন্ত্রী। সোমবার দিনভর সেই টানাপড়েনের মধ্যেই নতুন করে চার মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট।

 

যদিও ২৬ জন মন্ত্রীর পদত্যাগ তিনি মেনে নিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট করেননি। তবে নতুন মন্ত্রীদের নিয়োগ দেওয়ার পর তিনি বলেছেন, এ চরম অরাজকতার মধ্যেও পার্লামেন্টের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু মন্ত্রীকে নিজের দায়িত্ব পালন করতেই হবে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোকেও মন্ত্রিসভার যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

 

এক বার্তায় তিনি বলেছেন, “দক্ষিণ এশিয়ার এ গণতান্ত্রিক দেশের সংকট গণতান্ত্রিক উপায়েই মেটাত হবে’। তবে বিরোধীরা তার ডাকে এখনও সাড়া দেয়নি।

 

যে চার মন্ত্রী নতুন শপথ নিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলি সাব্রি, যিনি বিচারমন্ত্রী ছিলেন। তাকেই অর্থমন্ত্রীর পদে নিয়োগ করেছেন রাজাপকসে। নিজের ভাই ব্যাসিল রাজাপকসে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। পাশাপাশি জিএল পেইরিসকেই ফের পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত করা হয়েছে। হাউস লিডার দীনেশ গুণবর্ধনে শিক্ষামন্ত্রী ও মুখ্য হুইপ জনস্টন ফার্নান্ডো হাইওয়ে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

 


মন্তব্য
জেলার খবর