দেশে খাদ্য সংকট হবে না। তারপরও সচিব কমিটির বৈঠকে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যয় সংকোচনে আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে নির্দেশনা সম্পর্কে পুরোপুরি কিছু বলা হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে বর্তমানে ১৬ লাখ টনেরও বেশি খাদ্য মজুত রয়েছে। খাদ্যের মজুতে আগামী জুন পর্যন্ত কোনও সমস্যা হবে না। এ বোরো মৌসুম শেষ হয়ে গেলে আগামী মে মাস পর্যন্ত খাদ্য উদ্বৃদ্ধ থাকবে। তিনি আরো জানান, রমজান পর্যন্ত কোনও খাদ্য সংকট হবে না। বর্তমানে খাদ্যের থাকা মজুতের বাইরেও আমনের ফলন ভালো হয়েছে এবার। খরা দীর্ঘায়িত হওয়ায় নিম্নাঞ্চলেও আমন চাষ হয়েছে। সালোকসংশ্লেষণ ভালো থাকায় ফলন ভালো হয়েছে, ধানে খুব একটা চিটা দেখা যায়নি বলেও জানান তিনি।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত জুন মাস থেকে এ পর্যন্ত বিদ্যুতে প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত ও জ্বালানি খাতে ৪০ শতাংশ ব্যয় কমানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুতে প্রায় ৬০ শতাংশের বেশি কমেছে ব্যয়। বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়েছে, সবাই তা চর্চা করছেন।
এমকে