বিএনপি নির্বাচনে এলে খুশি হবে ইসি, বললেন সিইসি

১৩ ডিসেম্বর ২০২২

বর্তমান ইসি (নির্বাচন কমিশন) অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,  সব দলকেই নির্বাচনে আসার আহবান জানিয়েছি। বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করুক- এটাই  চাই আমরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন। রংপুর সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে সেখানকার জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এ সময় সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, কোনো অবনতি ঘটবে না। কমিশন মনে করে, এ নির্বাচনে ভোটাররা কোনো বাধার সম্মুখীন হবেন না। তিনি আরও জানান, সিসি ক্যামেরা দিয়ে ঢাকা এবং রংপুর থেকে এ নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। কোথাও সমস্যা হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বরত পোলিং এজেন্টকেও পর্যবেক্ষণ করা হবে। তারা কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সিইসি।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর