টার্মিনালের বাইরে যত্রতত্র আন্তঃজেলা বাস কাউন্টার থাকবে না

১৩ ডিসেম্বর ২০২২

আগামী পয়লা এপ্রিলের পরে আন্তঃজেলা বাসের ক্ষেত্রে রাজধানী ঢাকায় সায়দাবাদ, মহাখালী ও গাবতলী  টার্মিনালের অভ্যন্তর ব্যতীত বাইরে কোথাও যত্রতত্র আর কোনও কাউন্টার রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেছেন, কাউন্টার না রাখলে সেখানে বাসও যেতে পারবে না। সবাইকে টার্মিনাল ব্যবহার করতে হবে। এর মাধ্যমে শুধু যাত্রী সেবা নয়, গণপরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।  নগর ভবনের বুড়িগঙ্গা হলে ‘বাস রুট রেশনালাইজেশন’ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএসসিসি মেয়র। সভায় পরিবহণ মালিক সমিতির প্রতিনিধিরা ছিলেন।

ডিএসসিসি মেয়র বলেন, সায়দাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে। এটা মার্চ মাসের মধ্যে শেষ হবে,পহেলা এপ্রিলে উদ্বোধন করা হবে। তাছাড়া মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের  প্রয়োজনীয় সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। আগামী পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনও কাউন্টার রাখতে দেবো না। ১ এপ্রিল থেকে টার্মিনালের বাইরে কোনও বাস রাস্তায় দাঁড়াতে পারবে না, দাঁড়ালে ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও জায়গায় জায়গায় ছাতার মতো টিকেট কাউন্টার থাকবে না। টার্মিনালের বাহিরে কোন কাউন্টার থাকতে পারবে না।

 

এমকে


মন্তব্য
জেলার খবর