আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

১৪ ডিসেম্বর ২০২২

আজ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধে বিজয়ের একদিন আগে ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের ধরে ধরে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা। এদিকে দিবসটি যথাযথভাবে পালনে আগের দিন মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি সব টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার হবে। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের সচিব ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং বীর মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ মিনিটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিন সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে।  টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটির তাৎপর্য ও বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিষয়ে আলোচনা সভা হবে।  সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর