ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দার মাধ্যমে আলোচনায় আসলেও বড় পর্দায়ও পদচারণা কম নয়। বর্তমানে তেলেগু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এক দিকে তেলুগু ছবির কাজে চূড়ান্ত ব্যস্ততা, অন্য দিকে মুক্তির অপেক্ষায় আগামী ছবি ‘দিলখুশ’। এরই মধ্যে নতুন সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
‘জাতিস্মর’ নামক নতুন একটি সিরিজে অভিনয়ে করতে যাচ্ছেন এ নায়িকা। পূর্বজন্ম মনে রাখার অলৌকিক ক্ষমতা যাদের থাকে, তাদেরকেই জাতিস্মর বলা হয়। যদিও জাতিস্মর বললেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবির কথাই মনে পড়ে যায়। তবে মধুমিতার কাজের সঙ্গে সৃজিতের কাজের কোনো মিল নেই। তা স্পষ্ট করলেন নায়িকা নিজেই।
সিরিজটির বিষয়ে মধুমিতা বলেন, “দেখুন, জাতিস্মর মানে যিনি নিজের আগের জন্মের কথা বলতে পারেন। প্রেমের গল্প নানা ধরনের হয়। বিষয়টা হয়তো এক হয়। কিন্তু গল্প, প্রেক্ষাপট তো আলাদা হতেই পারে। এ ক্ষেত্রেও তাই সৃজিতদার ছবি বা আমার এ নতুন সিরিজ়ের মূল ভাবনা হয়তো এক, কিন্তু গল্পটা একদমই অন্য রকম।”