পঞ্চগড়ে কয়েদির মৃত্যু

১৪ ডিসেম্বর ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সলেমান আলী (৫৫) নামের এক কয়েদি মারা গেছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন বুধবার (১৪ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়। গত সোমবার মাদক সংক্রান্ত ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছিল। সলেমান আলী দেবীগঞ্জ উপজেলার সুন্দর দিঘী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, মাদকাসক্ত দেখে কারাগার কর্তৃপক্ষ সলেমান আলীকে সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছিল। পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো.সফিকুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মো.সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর