মেসিকে নিয়ে সতর্ক দেশম

১৫ ডিসেম্বর ২০২২

দেখতে দেখতে চলে বিশ্বকাপের ফাইনাল। আগামী রবিরার মরক্কোর বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবার ফাইনালিস্ট ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও আর্জেন্টিনা। বুধবার রাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়নরা। তার আগের রাতেই ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে হারায় লা আলবিসেলেস্তরা। দু’দলই শিরোপা জয়ে প্রত্যয়ী।

 

মেসিদের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনাল নিয়ে কথা বলেছেন বর্তমান চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশম। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি লিওনেল মেসি। তবে এবার তাকে নিয়ে বেশ সতর্ক ফরাসি কোচ।

 

দেশম বলেন, ‘আমরা চেষ্টা করবো মেসির হুমকির জবাব দিতে, খেলাকে প্রভাবিত করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আর্জেন্টিনাও একই কাজ করবে আমার ফুটবলারদের বিপক্ষে। তারা চার বছর আগের সেই দলের চেয়ে এখন অনেক আলাদা।’

 

মেসিকে নিয়ে ফরাসি কোচ আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই মেসি চমৎকার ফর্মে আছে। চার বছর পর, এখন সবকিছু আলাদা অবশ্যই। ওই সময় সে নিজে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতো, যেটা কিছুটা চমক ছিলো। এখন সে সেন্টার ফরোয়ার্ডের পেছনে খেলে।’

 

দেশম আরও বলেন, ‘মেসি বল নেয়, ওটা নিয়েই দৌঁড়ায়। আর তাকে দেখে মনে হচ্ছে, দারুণ ফর্মে আছে। সে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার আর এটা মেসি করে দেখিয়েছে।’


মন্তব্য
জেলার খবর