দক্ষিণ ইকুয়েডরে রোববার ভোরে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকার দেশটির কারাগারে মারাত্মক সহিংসতার সর্বশেষ উদাহরণ এটি।
প্রেসিডেন্ট গুইলারমো লাসোর প্রেস অফিস থেকে জানানো হয়েছে, ‘এখানে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের কুয়েনকার ফরেনসিক সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, কুয়েঙ্কার এল তুরি কারাগারে সংঘর্ষে বন্দীদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলিতে কারাগারের সহিংসতা (বিশেষত গ্যাং সম্পর্কিত) নিয়ন্ত্রণে সংগ্রাম করেছে। ২০২১ সালে দাঙ্গায় সেখানে ৩২০ জন বন্দী নিহত হন।
ক্যারিলো সাংবাদিকদের বলেন, ৮০০ পুলিশ ও ২০০ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করার পরে দাঙ্গা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সংঘর্ষ বন্ধ হয়েছে তবে ভিতরে সশস্ত্র বন্দী রয়েছে। প্রতিটি ব্লককে একে একে খালি করা হচ্ছে, যাতে করে অস্ত্র বাজেয়াপ্ত করা যায়।