ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
জানা গেছে, চান্দালীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের বাড়ি সংলগ্ন লেবু বাগান থেকে ৯ কেজি গাঁজা এবং হামিদপুর গামের আব্দুর রউফের সরিষা ক্ষেত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চান্দালীপাড়া গ্রামের সাদিকুল ইসলাম (৫০), লালন মিয়া (২৮), মো. আলী হোসেন (৩৫), হামিদপুর গ্রামের মো. মাহাবুর মিয়া (২২), শাকিল মিয়া (২২), মিটন মিয়াকে (১৯) আটক করা হয়।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, ‘এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকৃতদের আদালতে পাঠানো হবে।’
সাদ্দাম হোসেন/এমকে