যাদের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট (বঙ্গবন্ধু হত্যাকাণ্ড) ও ৩ নভেম্বর (জেল হত্যা) এবং ২০০৪ সালের ২১ আগস্টের (গ্রেণেড হামলা) রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত? বিএনপিকে ইঙ্গিত করে এ প্রশ্ন উত্থাপন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি' ঘোষণা নিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যুব মহিলা লীগের সম্মেলনে এ প্রশ্ন তোলেন। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হয়।
বিএনপির রাষ্ট্র মেরামত রূপরেখা তৈরি ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, তারা বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিতে সংবিধান সংশোধন করেছে। ৫ বার দুর্নীতিতে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, দণ্ডিত হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করছেন। ৭৫-এর পরে আর কোনও রাজনীতিকের এত ঝুঁকিপূর্ণ জীবন দেখা যায়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।
এমকে