ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুননির্মাণ কাজ শুরু

১৫ ডিসেম্বর ২০২২

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় ১৭০ কিলোমিটার  দীর্ঘ ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুননির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে  ধানকুনিয়া হাওরের ১ নম্বর প্রকল্পে মাটি ফেলে এ কাজের উদ্বোধন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা নীতিমালা অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বছরে চন্দ্রসোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা, রুইবিল, সোনামড়ল, গুরমা, কাইলানী হাওরে এ কাজ করা হবে।

এদিকে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি রফিকুল বারি চৌধুরী বাচ্চু প্রমুখ।

 

সাদ্দাম হোসেন/এমকে


মন্তব্য
জেলার খবর