বিশ্ব বাজারে কমলে দেশেও সমন্বয় করা হবে দাম: প্রধানমন্ত্রী

১৫ ডিসেম্বর ২০২২

দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলসহ কোনও জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে দেশেও তা সমন্বয় করা হবে। জনগণের সরকার হিসেবে মানুষের কল্যাণে কাজ করাই আওয়ামী লীগ সরকার মূল লক্ষ্য। মানুষের ভোগান্তি, কষ্ট হোক-  সেটা আওয়ামী লীগ সরকার কখনই চায় না।

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ সব কথা বলেন। তার ভাষণ সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও বেতার কেন্দ্রগুলো সরাসরি সম্প্রচার করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছিল। সেটা এখন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। মূল্যস্ফীতিও হ্রাস পাচ্ছে। শেখ হাসিনা জানান, সংকট আসলে ভয় পেলে চলবে না। জনগণের সহায়তায় তার সরকার করোনাভাইরাস সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান বৈশ্বিক মন্দাও মোকাবিলা করবো, ইনশাআল্লাহ। এ জন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এ সময় প্রধানমন্ত্রী।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ  প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অনেকেই নানা মনগড়া মন্তব্য করছেন। তিন মাসের আমদানি খরচ মেটানোর মত রিজার্ভ থাকলেই চলে, বর্তমানে পাঁচ মাসের আমদানি ব্যয়  মেটানোর মত বৈদেশিক মুদ্রা মজুদ আছে দেশে। 

 

এমকে


মন্তব্য
জেলার খবর