পূবালী ব্যাংকে বিশাল নিয়োগ, লাগবে না আবেদন ফি

১৬ ডিসেম্বর ২০২২

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটি একাধিক পদে ২২১ লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।

 

 

যেসব পদে লোক নেওয়া হবে:

এজিএম/এসপিও পদে ২ জন, পিও/এসও (উইং হেড পস অ্যান্ড কিউআর বিজনেস) পদে একজন, পিও/এসও (উইং হেড ইএমআই বিজনেস) পদে একজন, পিও/এসও (উইং হেড অপারেশন অ্যান্ড সাপোর্ট) পদে একজন, পিও/এসও (উইং হেড প্রোডাক্ট ইনভেনটরি) পদে একজন, অফিসার পদে পাঁচজন, জুনিয়র অফিসার পদে পাঁচজন, ডেপুটি জুনিয়র অফিসার পদে দশজন, এজিএম/এসপিও (রিটেইল কাস্টমার ইনক্লুশন অপারেশন ইউনিট) পদে একজন, পিও/এসও (উইং হেড পেরোল বিজনেস) পদে একজন, পিও/এসও (উইং হেড পিআই ব্যাংকিং/ইন্টারনেট ব্যাংকিং বিজনেস) পদে একজন, অফিসার পদে একজন, জুনিয়র অফিসার পদে একজন, ডেপুটি জুনিয়র অফিসার পদে চারজন, এজিএম/এসপিও (করপোরেট বিজনেস ইউনিট) পদে একজন, পিও/এসও (উইং হেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সল্যুশন উইং) পদে একজন, পিও/এসও (উইং হেড ই–কমার্স বিজনেস উইং) পদে একজন, পিও/এসও (উইং হেড অপারেশন অ্যান্ড সাপোর্ট উইং) পদে একজন, অফিসার পদে দুইজন, জুনিয়র অফিসার পদে তিনজন, ডেপুটি জুনিয়র অফিসার পদে পাঁচজন, এজিএম/এসপিও (এমআইএস ইউনিট অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট টিম) পদে একজন, পিও/এসও (এমআইএস ইউনিট অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট টিম) পদে একজন, জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার (এমআইএস ইউনিট অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট টিম) পদে দু’জন, পিও/এসও পদে দশজন, অফিসার পদে দশজন, জুনিয়র অফিসার পদে বিশজন, ডেপুটি জুনিয়র অফিসার পদে বিশজন, জুনিয়র অফিসার পদে পঞ্চান্নজন ও ডেপুটি জুনিয়র অফিসার পদে একান্নজন নিয়োগ দেওয়া হবে।

 

বেতন ও সুযোগ–সুবিধা

এজিএম/এসপিও/পিও পদের ক্ষেত্রে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা দেওয়া হবে। সিনিয়র অফিসার/অফিসার/জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে এক বছর প্রবেশনকাল শেষে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের জন্য সাধারণ শর্তাবলি

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। যাঁদের বিদেশি ডিগ্রি আছে, তাঁদের ইউজিসি থেকে সমমান সনদ নিয়ে দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীর হতে হবে। জেলা পর্যায়ের জন্য স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র অফিসার/অফিসার/জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার পদের প্রার্থীদের ব্যাংকে পাঁচ বছর থাকার অঙ্গীকারপত্রে সই করতে হবে।

 

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ভিজিট করুন।

 


মন্তব্য
জেলার খবর