পৌষের শুরুতে এসে দেশে বাড়ছে শীতের তীব্রতা। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে শুক্রবার (১৬ ডিসেম্বর), চুয়াডাঙ্গায়। এদিকে আগামী সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। অন্যদিকে শীতের তীব্রতার পাশাপাশি বেড়েছে কুয়াশাও। এ কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের তথ্যমতে, দেশের প্রায় ৩৩ অঞ্চলের তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এ তাপমাত্রা আরও কমতে পারে। অঞ্চলগুলো হচ্ছে— রাজশাহী ৯ দশমিক ৫, ঈশ্বরদী ১০.২, বদলগাছি ১০.৫, যশোর ১০.৬, সাতক্ষীরা ও গোপালগঞ্জ ১১.৪, বরিশাল ও কুমারখালী ১১.৮, ভোলা, টাঙ্গাইল, কুমিল্লা, তেতুলিয়া, দিনাজপুর ও তাড়াশ ১২.৫, খুলনা ১২.৮, খেপুপাড়া ১২.৯, ফেনী, শ্রীমঙ্গল, সৈয়দপুর, ফরিদপুর ও মাদারীপুর ১৩ ডিগ্রি, রাজারহাট ও বগুড়া ১৩.২, পটুয়াখালী ১৩.৪, সন্দ্বীপ ও ডিমলা ১৩.৭, সীতাকুণ্ড ও রাঙ্গামাটি ১৩.৮, মোংলা ও রংপুর ১৪, হাতিয়া ১৪.৩, ময়মনসিংহ ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
এমকে