ডিসেম্বরের শেষে দেশে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মৃদু, আরেকটি মাঝারি শৈত্যপ্রবাহ। মাঝারি শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা নেমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ স্থমিত হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হতে পারে। ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। নিম্নচাপের কারণে উত্তরের হিমেল হাওয়া বাধা পাওয়ায় ডিসেম্বরের শুরুতে শীতের তীব্রতা অতটা টের পাওয়া যায়নি। মধ্য ডিসেম্বরে তাপমাত্রা পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গ্রাম-গঞ্জে জেঁকে বসেছে শীত।
ডিসেম্বর পার না হতেই জানুয়ারি মাসে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তিনটির মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে, মাঝারি শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। বাকিটা তীব্র শৈত্যপ্রবাহের সময়ে তাপমাত্রা নামতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ডিমলায়, ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।
এমকে