শিরোপা জয়ে লক্ষ্যে আজ মাঠে নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা। দুই দলই ফুটবলের পরাশক্তি। দু'দলই শিরোপা ঘরে তোলায় বেশ সার্থবান। বাংলাদেশ সময় রাত ৯টায় কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে দু'দল। শিরোপা ঘরে তোলার জন্য সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত দু'দলই।
আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ বলেছেন, ‘ফ্রান্সকে সবাই ফেভারিট মনে করছে। কিন্তু আমাদের দলে সর্বকালের সেরা ফুটবলার আছেন। আমরা যখন কোপা আমেরিকা জিতেছিলাম, তখন ব্রাজিলকে ফেভারিট ধরা হচ্ছিলো। আর এখন বলা হচ্ছে ফ্রান্স ফেভারিট। আমরা কোনো দলের চেয়ে নিজেদের কম মনে করি না। আবার কোনো দলের তুলনায় নিজেদের সেরাও মনে করি না। তবে ভালো কোনো রেফারি আমাদের খেলা পরিচালার দায়িত্বে থাকলে, আমাদের জয়ের সম্ভাবনা বেশি হবে।’
মার্টিনেজ বলেন, ‘আমি আমার গোল রক্ষা করতে সর্বস্ব দিয়ে দেবো, যাতে মেসি ট্রফি জিততে পারেন।’
আরআই