মা হলেন ভারতী

০৫ এপ্রিল ২০২২

ভরতের জনপ্রিয় কৌতুকশিল্পী ও উপস্থাপক ভারতী সিং মা হয়েছেন। রোববার বিকেলে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সুখবরটি দেন ভারতীর স্বামী হর্ষ। লেখেন, “ছেলে হয়েছে।” তার এ পোস্টে ভারতীয় তারকাদের কমেন্টের যেন মেলা বসেছে। সবাই তাদের সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।

 

দিন কয়েক আগে খবর রটেছিল, তিনি ইতোমধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু সে সময়ে নিজেই নেটমাধ্যমে লাইভে এসে সেটিকে গুজব বলে নস্যাৎ করে দেন ভারতী। একইসঙ্গে জানান, তিনি আরও একটি রিয়্যালিটি শো-এর শুটিং করছেন। কিন্তু মনে উত্তেজনা মিশ্রিত ভয়ও জমা হয়েছে, কারণ সন্তান জন্মের সময় এগিয়ে এসেছে।

 

‘হুনারবাজ, দেশ কি শান’ রিয়্যালিটি শো-এর মঞ্চেই নিয়ম মেনে, ঘটা করে সাধ খাওয়ানো হয়েছিল কৌতুকশিল্পী-সঞ্চালককে। অনুষ্ঠানের তিন বিচারক করন জোহর, মিঠুন চক্রবর্তী ও পরিণীতি চোপড়া সাধের দায়িত্ব নিয়েছিলেন। দেশবাসী সরাসরি তার সাধের অনুষ্ঠান দেখেছিল।

 

গত ডিসেম্বর মাসে একটি ভিডিও’র মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ভারতী। হর্ষের সঙ্গে চার বছরের দাম্পত্যের পরে তাদের পরিবারে এল নতুন সদস্য।


মন্তব্য
জেলার খবর