আ.লীগ সরকার উৎখাত এতোই সোজা!

১৮ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগ কেবল সরকার উৎখাত করতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তারা আন্দোলন করে সরকার উৎখাত করবে। এতই সোজা! মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের আলোচনা সভায় বিএনপির আন্দোলন ইঙ্গিত করে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা হয়।

সরকার উৎখাতের আওয়ামী লীগের সফলতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার দল আইয়ুব খানকে উৎখাত করেছে। ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছে। এরশাদকে উৎখাত করেছে। খালেদা জিয়া (১৯৯৬ সাল) ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করে, তাকে উৎখাত করা হয়েছে। জিয়াকে পাই নাই হাতে। কিন্তু জিয়া যখনই যেখানে গেছে, আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে।

শেখ হাসিনা তার বক্তব্যে  বাম দলগুলোর সমালোচনা করেন। বলেন, মনে হয় ৯০ ডিগ্রি ঘুরে গেছে তারা। বাম, অতি বাম, স্বল্প বাম, তীব্র বাম, কঠিন বাম- সব যেন এক হয়ে এক প্ল্যাটফর্মে। ওই যে বলেছিল না ‘কি বিচিত্র এই দেশ সেলুকাস।’আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই দলে যুক্ত হয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে হবে? এদের সঙ্গে হাত মিলিয়ে তাদের সমর্থন করে কীভাবে? এটা ভাবলে অবাক লাগে আমার।

 

এমকে


মন্তব্য
জেলার খবর